Bismaran
- Noel Lorenz
- Jul 28, 2021
- 1 min read
Name- Kana Paul
Abhisikta8455
বিস্মরণ
চারপাশে আজ কোন ভিড় নেই, দ্যাখো.....
আবেগ মন্থনে বিষাদই শুধু মাখো,
চশমাপিছে ব্যগ্রচাহনি স্মিত হাস্যে
নিঃস্বতার আলো ছুঁয়ে প্রশ্ন ভাসে
কেমন আছো? কেমন মনে হয়?
উত্তরে মুঠো বন্দী সময় কেবল থমকায়।
দূর কোনো আলোক সন্ধানে
বেজে চলে মনমঞ্জির,প্লাবিত হয় দুচোখ,
আমি ছিলাম অতীতের কোন খন্ডস্মৃতি ,
বিস্মৃতির রুমাল দিয়ে এবার তাকে যত্ন করে মুছো।
- কণা পাল
Comentários